পাকুন্দিয়ায় মা সমাবেশ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০১৭, ১৬:১৪
অ- অ+

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ে শনিবার সকালে মা সমাবেশ হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউএনও অন্নপূর্ণা দেবনাথ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন।

সমাবেশে বক্তারা অভিভাবকদের নিজ সন্তানের প্রতি আরও বেশি সচেতন ও বাল্যবিবাহ, স্যানিটারি ব্যবস্থা ও জঙ্গিবাদ সম্পর্কে সজাগ থাকারও পরামর্শ দেন।

এদিকে শিক্ষক ও অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে অভিভাবকদের পক্ষে মানসুরা বেগম বক্তব্যে বলেন, মানসম্মত পাঠদানে শিক্ষকদের আরও বেশি যত্নবান হতে হবে। এছাড়া প্রত্যেক ক্লাসে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করারও অনুরোধ করেন।

পাশাপাশি ইভটিজিং রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও বেশি সহযোগিতা কামনা করেন তিনি।

পরে বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের বিষয়ে তথ্য জানাতে এমপি, ইউএনও ও ওসি তাদের নাম্বার প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা গ্রেপ্তার
আজ মহান বিজয় দিবস
গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা নয়: রাশেদ
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা