মির্জাপুরে ৩ ইউপিতে আ.লীগ, ২টিতে বিএনপি জয়ী
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছয় ইউনিয়নের তিনটিতে আওয়ামী লীগ প্রার্থী ও দুইটিতে বিএনপি প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া অপর একটি ইউপিতে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
রবিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্র্ণ ভোট গ্রহণ শেষে এ ফল ঘোষণা করা হয়।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য দায়িত্ব পালন করে। দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহাবুব হোসেন কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। এ ছাড়া ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্সও মাঠে ছিল।
এদিকে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট কাজে জড়িতদের, প্রার্থী ও তাদের সমর্থক, সর্বোপরি ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন