মির্জাপুরে রোকেয়া-শিমা সমানে সমান, আবার ভোট
টাঙ্গাইলে মির্জাপুরে সংরক্ষিত নারী আসনের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর প্রাপ্তভোট সমান সমান হয়েছে। ফলে সংরক্ষিত ওই আসনে কোন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে পারেননি দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।
উপজেলার তরফপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ওই ওয়ার্ডে দুই প্রার্থীর মধ্যেেআবার ভোট হবে বলে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তরফপুর ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড থেকে রোকেয়া বেগম, শিমা আক্তার ও নিলুফা বেগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
রবিবার শাস্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। প্রাপ্তভোট গননা শেষ রোকেয়া বেগম ও শিমা আক্তার দুজনই ১ হাজার ৯৭৮ ভোট পান। অপর প্রার্থী নিলুফা বেগম পেয়েছেন ৪২২ ভোট।
এই ওয়ার্ডে প্রাপ্ত ৪ হাজার ৩৭৮ ভোটের মধ্য ২৬৩ ভোট বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, আইননুযায়ী এ বিষয়টি লিখিত আকারে নির্বাচন কমিশনকে জানাতে হবে। পরে সেখান থেকে পরবর্তীতে এই দুই প্রার্থীর মধ্যে আবার ভোটের জন্য নতুন করে নির্বাচনের ব্যবস্থা করা হবে।
(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন