দুই রাজাকারের ফাঁসি, কিশোরগঞ্জে আনন্দ মিছিল
যুদ্ধাপরাধ মামলায় কিশোরগঞ্জের দুই রাজাকার কমান্ডার সৈয়দ মো. হোসাইন ও তার সহযোগী মোসলেম প্রধানের ফাঁসির রায় ঘোষণার পর বুধবার দুপরে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ ও সমাবেশ করেছেন। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট ও যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি ও জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে পৃথকভাবে মিছিল ও সমাবেশ হয়েছে।
মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের কালীবাড়ি মোড়ে সমাবেশ হয়। এ সময় তারা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।
কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবীব রেজার সভাপতিত্বে এ আলোচনা সভা হয়।
অন্যদিকে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কার্যালয়ে রায়ের প্রতিক্রিয়া জানিয়ে একটি আনন্দ মিছিল বের করে। পরে মুক্তিযোদ্ধা অফিসে সংক্ষিপ্ত আলোচনাসভার আয়োজন করে।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন