শিবচরে ট্রলারে বজ্রপাত, যুবকের মৃত্যু
মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদে বজ্রপাতে শহিদ সরদার (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে ট্রলারে করে নদ পারাপারের সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিলখী’র ফরাজীর হাট থেকে ট্রলার চালিয়ে শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর আসার সময় মাঝ নদীতে বজ্রপাত হয়। বজ্রের আঘাতে তিনি পানিতে পড়ে যান। ট্রলারে থাকা অন্যরা পানি থেকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আরো একজন আহত হলে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শহিদ সরদার পূর্ব কাকৈর এলাকার মোতালেব সরদারের ছেলে। তিনি ট্রলারের মাঝি ছিলেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, শুক্রবার দুপুরে বাতাস ও বৃষ্টির সময় ট্রলারে থাকা অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন