না.গঞ্জে অটোচালককে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ১৫:৪৩
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সোহান হোসেন ওরফে শাওন নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে মোগড়াপাড়া ডিগ্রি কলেজের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাড়ি বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকার আলী মিয়ার ছেলে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, রাত সাড়ে ১০টার দিকে বন্দর খেয়াঘাট থেকে যাত্রীবেশে তিন ছিনতাইকারী অটোরিকশায় ওঠে। মোগড়াপাড়া ডিগ্রি কলেজের পাশে আসার পর ছিনতাইকারীরা তাকে কুপিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। মঙ্গলবার ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত পারভেজ, শাহীন ও পায়েল নামে তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা অটোরিকশাটি। হত্যার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে ধারণা পুলিশের। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
জামিন নামঞ্জুর, কারাগারে মিষ্টি সুভাষসহ দুইজন
নবায়নযোগ্য জ্বালানি অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোস্তফা, সম্পাদক আতাউর
বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা