বেনজীর আহমেদ ও সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের পরিবারের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বাদী হয়ে তাদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করেছে।
রবিবার সন্ধ্যায় দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সংস্থাটি বলছে, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে কমিশন সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে মামলাগুলো হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি এবং এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এসএস/এমআর)

মন্তব্য করুন