মে দিবসেও পেটের দায়ে কাজ করছেন ভৈরবের কয়লার শ্রমিকরা 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৫, ১৭:০৯
অ- অ+

মে দিবসে বন্ধের দিন থাকলেও পেটের দায়ে কাজ করছেন কয়লার শ্রমিকরা। শুধু বছরের একটা দিনই শ্রমিকদের নিয়ে একটি মিছিল করে ভালো-মন্দ কিছু খাওয়া দাওয়ার আয়োজন হয়ে থাকে। সারা বছর শ্রমিকদের কেউ আর খোঁজখবর রাখে না।

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব ফেরিঘাট কয়লা বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথেই জীবিকার টানে প্রতিদিনের মতই কাজে যোগ দিয়েছেন। তারা নদীতে নোঙর করা কয়লাবোঝাই ট্রলার থেকে মাথায় টুকরি দিয়ে ট্রাক লোড করছেন। তীব্র রোদের মধ্যেই জীবিকার তাগিদে কাজ করছেন তারা।

ভৈরবের ফেরিঘাটে ১৫ বছর ধরে কয়লা শ্রমিক হিসাবে কাজ করছেন জালাল মিয়া। তিনি বলেন, ‘বছরের একটি দিনই শ্রমিকদের নিয়ে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো মিছিল মিটিং করেন। তারা লোক দেখানো দিবস পালন করেন। তারা অন্য সময়ে কোনো শ্রমিকের সুখে-দুঃখে কেউ পাশে থাকে না। আমরা চাই শ্রমিক দিবসের মত সবসময় যেন আমাদের শ্রমিকদের সুখে-দুঃখে সবাইকে পাশে পাই।’

ফেরিঘাট কয়লা বাজারের ট্রলার থেকে মাথায় টুকরি দিয়ে ট্রাক লোড করছেন শ্রমিক সাদ্দাম মিয়া । তিনি বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে পেটে দায়ে কাজে লেগেছি। তবে আজকে মে দিবসের ছুটি থাকায় অনেকেই কাজে আসেনি। দিবসের বন্ধের দিনে যদি কাজ না করি তাহলে তো আর পেট চলবে না।’

ভৈরব ফেরিঘাট কয়লা বাজারে শ্রমিক নেতা পারভেজ মিয়া বলেন, ‘ভৈরবের কয়লা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করার মত কোন সংগঠন নেই। আমরা শ্রমিকরা সবসময় বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছি। কিন্ত্র সে সময় কাউকে আমরা পাশে পাই না। বছরের একটা দিনই শুধু শ্রমিকদের নিয়ে সবাই ব্যস্ত থাকে। বছরের বাকি সময়টায় কেউ শ্রমিকদের আর খোঁজখবর রাখে না।’

(ঢাকা টাইমস/০১মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নৌপথে অসুস্থ শিশুকে দ্রুত চিকিৎসা সহায়তা কোস্টগার্ডের
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা