চুয়াডাঙ্গায় চরমপন্থী নেতার যাবজ্জীবন
চুয়াডাঙ্গায় অস্ত্র আইনের একটি মামলায় চরমপন্থী নেতা জুয়েল রানা ওরফে জয় বাবুকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল।
মামলার বিররণে জানা গেছে, ২০০৯ সালের ৭ নভেম্বর চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার থেকে সদর থানা পুলিশ চরমপন্থী সংগঠন জনযুদ্ধের শীর্ষ নেতা জুয়েল রানা ওরফে জয় বাবুকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে উদ্ধার হয় একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এস আই) ইলিয়াস হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেন।
মামলাটির তদন্ত শেষে উপ-পরিদর্শক সেকেন্দার আলী একই বছরের ৬ ডিসেম্বর আসামি জুয়েল রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকালক্ষীপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে চরমপন্থী নেতা জুয়েল রানা এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর থেকেই পলাতক রয়েছেন।
(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন