নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ট্রলারডুবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ১১:০৯
অ- অ+

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। তবে মঙ্গলবার রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার শীতলক্ষ্যা নদীর হাজীগঞ্জ প্রান্ত থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে নবীগঞ্জ প্রান্তে যাচ্ছিল। ট্রলারটি মাঝ নদীতে গেলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এসময় মাঝিরা ট্রলার ও নৌকা যোগে এসে ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের উদ্ধার করে। রাত ১১টায় ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নদীতে তল্লাশি শুরু করেছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, কোন যাত্রী নিখোঁজ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, এ ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছে বলে কোন সংবাদ নেই। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে তীরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তারপরও নদীতে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ তল্লাশি চালাচ্ছে।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাঝরাতে সুন্দরবনে অসুস্থ পর্যটক, ছুটে গেল কোস্ট গার্ডের মেডিকেল টিম
ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলার প্রত্যাশা লিটনের
আজ থেকে সৌদি প্রবাসীরা পাবেন এমআরপি পাসপোর্ট
ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, চার দিনের সফরসূচিতে যা রয়েছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা