টাঙ্গাইলে খাদে পড়ে অটোচালকের মৃত্যু
টাঙ্গাইলের সখীপুরে একটি ব্যাটারি চালিত ভ্যান খাদে পড়ে এর চালকের মৃত্যু হয়েছে। তার নাম আলাল শিকদার (৪৫)। এ সময় ওই ভ্যানে থাকা চার পাঁচজন যাত্রীও আহত হন।
নিহত আলাল শিকদার সখীপুর উপজেলার যাদবপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবদুস ছাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার বেড়বাড়ি বাজার থেকে যাত্রী নিয়ে দাড়িয়াপুর যাওয়ার পথে কাঙালীছেও ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালক আলাল শিকদার। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে বাসাইল পৌর এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন