ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক পাঁচ
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে পৌর শহরের দক্ষিণ পৈরতলা রেলক্রসিংয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে সদর উপজেলার দক্ষিণ জাঙ্গাল গ্রামের মতিন মুহুরির ছেলে ফরহাদ (৩২), কাজীপাড়া মহল্লার নেহার মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২৫) ও একই মহল্লার মর্তুজ আলীর ছেলে অদুদ মিয়া (২৭) এবং মেড্ডা এলাকার আবদুর রব মিয়ার ছেলে এরশাদ মিয়া (২৫)।
পরে তাদের তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত সর্দার খোকন মিয়াকে আজ রবিবার সকাল ১০টার দিকে ঘাটুরা এলাকা থেকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ জানায়, শনিবার রাতে পৌর শহরের দক্ষিণ পৈরতলা রেলক্রসিংয়ের সামনে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় একটি পাইপগান, দুইটি রামদা, একটি ধারালো কাটার ও একটি স্টিলের পাইপসহ ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে আরো একজনকে আটক করা হয়।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/প্রতিনিধি/ইএস
মন্তব্য করুন