মির্জাপুরে একসঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মে ২০১৭, ১৯:৪৩| আপডেট : ০১ মে ২০১৭, ১৯:৫০
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক দম্পতি। তারা হলেন- হাটুভাঙা বাজারের বাবুল খানের ছেলে মো. রাশেদুল ইসলাম (২৪) ও তার স্ত্রী সুমী বেগম (২০)।

সোমবার দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, রাশেদুল ইসলাম গত তিন মাস আগে পাশ্ববর্তী চিতেশ্বরী গ্রামের আলমাছ মিয়ার মেয়ে সুমীকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকে সুমী তার স্বামীর ব্যবসার জন্য তার বাবা-মায়ের কাছে টাকা দাবি করে আসছিলেন। কিন্তু তাদেরকে টাকা দিতে অস্বীকার করেন বাবা-মা। এতে অভিমানে স্বামী-স্ত্রী ঘরের ধন্নার সঙ্গে ডিস লাইনের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর (ইউডি) মামলা নেয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/০১মে/প্রতিনিধি/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা গ্রেপ্তার
আজ মহান বিজয় দিবস
গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা নয়: রাশেদ
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা