নওগাঁয় পাইপে পড়ে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০১৭, ১৩:১৫
অ- অ+

নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম এলাকায় গভীর নলকূপের পাইপে পড়ে

রাকিব নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি পাইপে পড়ে যায়। প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বাবার সাথে ধানক্ষেতে গিয়েছিল রাকিব। এ সময় বাবার অজান্তে শিশু রাকিব মাঠের পাশের একটি গভীর নলকূপে খেলতে চলে যায়। এক পর্যায়ে শিশুটি ওই নলকূপের ফাঁকা পাইপে পড়ে যায়। স্থানীয়রা সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে তিন ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

নিহত রাকিবের মৃতদেহ উদ্ধারের পর আত্রাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

নিহত রাকিব আত্রাই উপজেলার জামগ্রামের বাসিন্দা চাষি আবু বক্কর সিদ্দিকের ছেলে।

(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
ব্যয় সাশ্রয়ী জ্বালানি নিশ্চিতে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান 
খুনের ঘটনায় যেন অপমৃত্যু মামলা রেকর্ড না হয়, সতর্ক করলেন ডিএমপি কমিশনার 
মেজর পরিচয়ে ‘ভুয়া’ বিয়ে, শারীরিক সম্পর্কের ভিডিও দিয়ে নারীকে ব্ল্যাকমেইল করেন তিনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা