টঙ্গীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকার এক ঝুট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নজরুল ইসলাম। সোমবার সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তিনি আউচপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে ঝুট ব্যবসা করতেন।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, সকালে নিজ ঘরে ব্যবসায়ী নজরুল ইসলামের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কে বা কারা তাকে হত্যা করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তবে ওসির ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়।
ঢাকাটাইমস/৮মে/এএইচ/এমআর
মন্তব্য করুন