মির্জাপুরে দুই ট্রাকের সংষর্ঘে আহত তিন

মির্জাপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০১৭, ১০:০৭
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ জানায়, টাঙ্গাইল থেকে বাঁশভর্তি করে একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। মহাসড়কের কুমারজানী এলাকায় পৌঁছার পর ট্রাকটির সামনের চাকা ফেটে গেলে চালক যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় টাঙ্গাইলগামী অপর একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাঁশবোঝাই ট্রাকের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকটির চালকসহ তিনজন আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা, মির্জাপুর থানা, হাইওয়ে ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকাটাইমস/৯মে/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি ছাত্রলীগের নেত্রী নদী গ্রেপ্তার
কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, সুপারিশ পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে
ঢাকা-জয়দেবপুর রুটে নতুন চার জোড়া কমিউটার ট্রেন চালু
২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া, যদি…
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা