মাদারীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে গৃহবধূর মৃত্যু
মাদারীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। তার নাম অরুমিতা কর্মকার (৩৫)। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
শনিবার দুপুর তিনটার দিকে মাদারীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার থানতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার ঘোষালকান্দি এলাকায়। দুর্ঘটনায় আহত হন ওই গৃহবধূর স্বামী রতন রায় (৩৮)। এ সময় বাসের চালক মামুন হোসেনও গুরুতর আহত হন। আহতরা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) আবু নাঈম জানান, মাদারীপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল যাত্রী শূন্য একটি বাস। বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি দোকানে উঠে যায়। এ সময় বিপরীত দিক দিয়ে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে থাক্কা লাগে। এতে আহত হন তিন জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন। এ ঘটনার পর বাসের চালক পলাতক রয়েছে।
(ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন