বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০১৭, ২০:১৯| আপডেট : ১৪ মে ২০১৭, ২১:২১
অ- অ+

ভোলার দৌলতখান উপজেলায় পুকুরে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলেসহ একই বাড়ির চারজন মারা গেছেন। রবিবার বিকালে সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মুন্সি বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুফিয়া, তার ছেলে রহমতুল্লাহ, একই বাড়ির আবুল কালামের মেয়ে সুইটি ও আব্দুল মালেকের ছেলে ফয়েজ।

স্থানীয়রা জানায়, বিকালে রহমতুল্লাহ ও সুইটি তাদের বাড়ির পুকুরে গোসল করতে নামে। এসময় পুকুরের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়লে রহমতুল্লাহ ও সুইটি তাতে জড়িয়ে যায়। পরে তাদের উদ্ধার করতে পুকুরে নামেন রহমতুল্লাহর মা সুফিয়া ও একই বাড়ির ফয়েজ। তারাও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ বন্ধ করার পর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাদের সবাইকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসী অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ অফিসের নাম্বারে ফোন করার সাথে সাথে তারা রিসিভ করলে হয়ত এরা মারা যেত না।

তারা আরও বলেন, ভোলা পল্লী বিদ্যুতের অফিসের নাম্বারে ফোন করলে অফিসের লোকজন বেশির ভাগ সময়ই ফোন রিসিভ করেন না।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৪মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা