ফরিদপুরে হেরোইন সদৃশ্য বস্তুসহ নারী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০১৭, ১৯:২৩
অ- অ+

ফরিদপুরে আটশ গ্রাম হেরোইন সদৃশ্য বস্তুসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১২টার দিকে মধুখালী উপজেলার গড়াই সেতুর টোল ঘরের এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সাতক্ষীরা থেকে ঢাকাগামী কে লাইন পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই নারীর নাম লিপি বেগম। তিনি যশোরের বেনাপোল থানার দৌলতপুর সরদারপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার বিকাল ৩টার দিকে এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা নিজ কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন।

এসময় পুলিশ সুপার জানান, গোয়েন্দাদের গোপন সংবাদে ওই নারীকে ৮শ গ্রাম ব্রাউন হেরোইন সদৃশ্য বস্তুসহ গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে উদ্ধার বস্তু ব্রাউন হেরোইন বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত রাসায়নিক পরীক্ষা করে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যবে। তিনি আরো বলেন, উদ্ধার বস্তু হেরোইন হিসেবে শনাক্ত হলে তার বাজার মূল্য হবে ৮০ লাখ টাকা।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, এ ব্যাপারে মধুখালী থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল বাদী হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মধুখালী থানায় একটি মামলা করেছেন।

সোমবার বিকালে ওই নারীর পাঁচ দিনের রিমান্ড চেয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা