উত্তর মতলবে ঝড়ে অর্ধ শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড
ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর চরাঞ্চলের আলী আহমদ মিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ অর্ধ শতাধিক ঘরবাড়ি, গাছপালা ও ফসলের মাঠ।
বয়ে যাওয়া ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ডসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
উত্তর সর্দারকান্দি, দক্ষিণ সর্দারকান্দি, শাখারীপাড়া, চরকাশিম, বোরোচর, বাহেরচর, চরওমেদ, চর জহিরাবাদ, চরকাশিম মুরাদ মিয়ার বাজার, এখলাছপুর আশ্রায়ন প্রকল্প, বেড়িবাঁধ এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, এসব এলাকার অনেকের বসতঘর ভেঙে গেছে। গোয়ালঘর, দোকানপাট, জমির কাঁচা-পাকা ইরি-বোরো ধান, আখ, মরিচ ও তিল ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়া উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারের ছোট-বড় অর্ধ শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। গাছপালা ভেঙে সড়কের অনেক স্থানে যান চলাচল ব্যাহত হয়েছে।
চরাকাশিম গ্রামের কৃষক মো. নেয়ামত উল্লাহ জানান, সোমবার সকাল ৯টার দিকে হঠাৎ ঝড়ে স্কুল ভবন, দোকান পাট, বসতঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ফরাজীকান্দি ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার সর্দারকান্দি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, এ গ্রামসহ আশপাশের কয়েক গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতা জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, ঝড়ে ইরি ধান, ভুট্টা, আখ ও তিল ক্ষেতের বেশি ক্ষতি হয়েছে।
(ঢাকাটাইমস/১৫মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন