আম কুড়াতে গিয়ে গাছচাপায় শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০১৭, ১০:২৫
অ- অ+

ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে নারিকেল গাছচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নড়াইল শহরের ভওয়াখালী এলাকায়। আট বছর বয়সী শিশুটির নাম হৃদয় ঘোষ।

হৃদয় নড়াইল রেসিডেনসিয়াল মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং ভওয়াখালীর দিলীপ ঘোষের ছেলে।

জানা হেছে, রাতে ঝড়ের সময় আম কুড়াতে যান হৃদয়। এ সময় একটি নারকেল গাছ ভেঙে শিশুটির ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিশুটির পরিবার জানায় আজ হৃদয়ের আটতম জন্মদিন ছিল। জন্মদিনে গাছচাপায় হৃদয়ের মৃত্যুতে তার পরিবার, সহপাঠীসহ প্রতিবেশিরা শোকাহত হয়ে পড়েছেন।

এদিকে ঝড়ের পর থেকে জেলা শহরসহ পল্লী বিদ্যুৎ এলাকায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এর ফলে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

ঢাকাটাইমস/১৬মে/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা গ্রেপ্তার
আজ মহান বিজয় দিবস
গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা নয়: রাশেদ
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা