ফরিদপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ফরিদপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগ বুধবার দুপুরে শহরের থানা রোডের দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করে ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলি জাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইম প্রমুখ।
প্রসঙ্গত, আজ ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭৫ সালে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দীর্ঘদিন প্রবাসে নির্বাসন কাটিয়ে ১৯৮১ সালে এই দিনে তিনি স্বদেশে ফিরে আসেন। দেশে ফিরে জাতির জনককে হারিয়ে বিধ্বস্ত আওয়ামী লীগকে সংগঠিত করেন শেখ হাসিনা।
পরবর্তী সময়ে তার দৃঢ় নেতৃত্বে আওয়ামী লীগ তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/১৭মে/এসবি/এলএ)
মন্তব্য করুন