গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, সতীনসহ আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০১৭, ২১:৪৬
অ- অ+
ফাইল ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি গ্রামে মনোয়ারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে সতীন সাহেরা খাতুনসহ তার লোকজনের বিরুদ্ধে।

বুধবার বিকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সতীন সাহেরা খাতুন ও পুত্রবধূ হ্যাপিকে আটক করেছে পুলিশ।

নিহত মনোয়ারা খাতুন উপজেলার গড়াইটুপি গ্রামের লাল মোহাম্মদের স্ত্রী।

নিহতের পরিবারের অভিযোগ, বুধবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে মনোয়ারা খাতুনকে সতীন সাহেরা খাতুনসহ তার লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে। এরপর বাড়ির উঠানের চৌকিতে শুইয়ে রেখে সদর থানা পুলিশকে খবর দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, খবর পেয়ে বিকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সতীন সাহেরা খাতুন ও পুত্রবধূ হ্যাপিকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সদরপুরে ইউএনও’কে স্বপদে বহাল রাখার দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের
লন্ডন থেকে দেশে ফিরলেন মির্জা ফখরুল
‘স্নোটেক্স’ গ্রুপের ক্লিনিক্যাল মেডিকেল কেয়ার ইভেন্টের আয়োজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা