তাড়াশে মাদকবিক্রেতা গ্রেপ্তার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ২০ মে ২০১৭, ১৪:৪৫
সিরাজগঞ্জের তাড়াশে একাধিক মামলার আসামি ও মাদকবিক্রেতা সোলায়মান হোসেন (সোনা)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোলায়মান উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেলগাড়ী পুকুরপাড় গ্রামের বাসিন্দা।
তাড়াশ থানার উপ-পরিদর্শক আনন্দ কুমার জানান, শুক্রবার রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সোলায়মান হোসেন সোনাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছে থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০মে/প্রতিনিধি/এইউ)
মন্তব্য করুন