হাকালুকি হাওড়ে মালয়েশিয়া প্রবাসীদের ত্রাণ বিতরণ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া দেশের অন্যতম বৃহত্তর হাওর সিলেটের হাকালুকি হাওড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়েছেন মালয়েশিয়া প্রবাসীরা। শুক্রবার বিকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইলে ‘মালয়েশিয়ায় বাংলার মুখ’ নামে একটি সংগঠনের ব্যানারে ত্রাণ বিতরণ করা হয়।
মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক শামছুজ্জামান নাঈমের উদ্যোগে ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, আজকের সিলেট ডটকম’র বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন রুবেল, কুলাউড়া সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক জুবায়ের আহমদ, বাংলাদেশ স্টুডেন্ট এ্যাফেয়ার্স মালয়েশিয়ার সাধারণ সম্পাদক এইচ এম জসিম উদ্দিন চাঁদ, সাংবাদিক মাহদি হাসান জনী প্রমুখ।
(ঢাকাটাইমস/২০মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন