মানিকগঞ্জে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৫
অ- অ+

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলা কৃষকদলের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খেলার মাঠে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জেলা কৃষকদলের সভাপতি গেলাম কিবরিয়া সাইদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা দেশের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটির ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে কৃষকদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করা হয়।

বক্তারা বলেন, কৃষকদল প্রতিষ্ঠালগ্ন থেকে কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা