ভারতীয় নারী পাইলটকে আটকের বিষয়ে যা বলছে পাকিস্তান

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভারতীয় অত্যাধুনিক যুদ্ধবিমান রাফালের একজন নারী পাইলটকে আটকের গুঞ্জনকে নাকচ করেছে পাকিস্তান।
পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এমন গুঞ্জনকে উরিয়ে দিয়ে বলেছেন, ‘প্রতিবেশী ভারতের বিরুদ্ধে নতুন লড়াইয়ের সময় পাকিস্তান ভারতীয় কোনও পাইলটকে আটক করেনি।’
মূলত, ভারতে পাকিস্তানের পাল্টা হামলার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও দাবি করা হয়েছে, পাকিস্তানে হামলা চালানোর সময় একটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তানি সৈন্যরা। পরে সেই বিমানের পাইলট শিবাঙ্গী সিংকে আটক করা হয়। এখনো ওই নারী পাইলট পাকিস্তানের হেফাজতেই আছে।
রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালকের এই বিষয়ে প্রশ্ন করা হয়। এ সময় এক সাংবাদিক তার কাছে জানতে চান ভারতীয় কোনো পাইলট পাকিস্তানের হেফাজতে আছে কি না এবং যদি থাকেন তাহলে তাকে ফেরত পাঠানো হবে কি না?
জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘আমি স্পষ্টভাবে এটা নিশ্চিত করতে পারি, ভারতীয় কোনো পাইলট পাকিস্তানের হেফাজতে নেই। এটা সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরঞ্জন। ভুয়া সংবাদ এবং প্রচারণার একাধিক উৎস থেকে এই ধরনের গুজব ছড়ানো হয়েছে।’
এদিকে নারী পাইলটের আটকের বিষয়টিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে ভারতও।
রবিবার নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নারী পাইলটের আটকের বিষয়ে এক প্রশ্নে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এ. কে. ভারতী জানান, ‘পাকিস্তানি বিমান ঘাঁটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিমান হামলার পর তাদের সমস্ত পাইলট ‘নিরাপদে ঘরে ফিরে এসেছেন’।
(ঢাকাটাইমস/১২মে/এমআর)

মন্তব্য করুন