ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৫, ২১:৪৫| আপডেট : ১২ মে ২০২৫, ২২:২৯
অ- অ+

ফরিদপুরের নগরকান্দায় মাত্র দেড় লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু তানহাকে উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার বিকালে আদালতের মাধ্যমে উদ্ধার হওয়া শিশুকে তার মা পপি বেগমের জিম্মায় দেওয়া হয়েছে।

র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার বিকালে ফরিদপুর শহরে অভিযান চালিয়ে তানহাকে উদ্ধার করে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

তিনি বলেন, সম্প্রতি নগরকান্দার রামপাশা এলাকার বাসিন্দা মো. কাইয়ুম বিশ্বাসের (৪০) সাথে তার স্ত্রী পপি বেগমের (৩৭) খোলা তালাক হয়। এরপর তাদের একমাত্র ১৪ মাস বয়সি শিশুকন্যা তানহাকে স্বামী কাইয়ুম জোর করে তার কাছে রেখে দেয়। পরবর্তীতে পপি বেগম তার কন্যাকে আনতে গেলে তার সাবেক স্বামী তার কন্যা তানহাকে দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায় পপি বেগম তার কন্যা শিশুকে উদ্ধারের নিমিত্তে বিজ্ঞ আদালতে মামলা করেন। মামলার পর শিশু তানহাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্দেশনা অনুযায়ী সোমবার আদালতে হাজির করা হয় ওই শিশুটিকে। বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি শিশু তানহাকে তার মা পপি বেগমের জিম্বায় দেওয়ার নির্দেশ দেন। সেই সাথে আগামী ২ জুন শুনানির তারিখ পর্যন্ত শিশুটিকে তার মায়ের জিম্মায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরে শিশুটির মা পপি বেগমের কোলে তুলে দেয়া হয়। এ সময় আদালতের সামনে এক হৃদয়বিদারক দৃশ্য সৃষ্টি হয়। শিশুটির আপন মা এবং পালক মা-বাবা ও স্বজনদের কান্নার রোল পড়ে সেখানে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোফাজ্জেল হোসেন জানান, মামলার বাদী পপি বেগম দীর্ঘদিন ধরে শিশুটিকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরেছেন। পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশক্রমে র‌্যাব বাচ্চাটিকে উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করেন। আদালত ন্যায় বিচারের স্বার্থে শিশুটিকে তার মায়ের জিম্মায় দিয়েছেন। আশা করি আমরা ন্যায় বিচার পাব।

দুগ্ধপোষ্য শিশুকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা পপি বেগম। তিনি বলেন, ‘আমি আমার কলিজার টুকরাকে ফিরে পেয়েছি। আজ আমার বুকটা ভরে গেছে। আমি এখন অনেক খুশি। আমি যেন আর হয়রানির শিকার না হই। আদালত যেন আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেয়।’

(ঢাকা টাইমস/১২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা