নাফ নদে আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত

কক্সবাজারের টেকনাফের নাফ নদে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত হয়েছেন। তাদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (১২ মে) দুপুরে টেকনাফের সাবরাং সীমান্তে ওই গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)। তারা নাফ নদের বাংলাদেশ সীমানায় মাছ ধরছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে হেদায়েত উল্লাহ ও মো. হোসেন নাফ নদে বাংলাদেশ অংশে মাছ ধরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হেদায়েত উল্লাহ ও হোসেন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় অন্য জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত হেদায়েত উল্লাহ বড় ভাই আবদুর রহিম জানান, মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে তার ভাইসহ দুজন আহত হয়েছে। তাদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে টেকনাফের হ্নীলার লেদা এলাকায় নাফ নদ থেকে তিন বাংলাদেশিকে নৌকাসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তারা হলেন সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তিনজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা।
(ঢাকাটাইমস/১২মে/মোআ)

মন্তব্য করুন