ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য

যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে মারিয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) দুপুর একটার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের সদিরআলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মারিয়া ওই গ্রামের আরশাদ আলীর মেয়ে। মারিয়ার বাবা আরশাদ আলী জানান, আজ দুপুরে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর মারিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা ও বাড়ির লোকজন। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে মারিয়াকে ভাসতে দেখেন তার খালা।
পরে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/১২মে/মোআ)

মন্তব্য করুন