রাঙ্গাবালীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৫, ২১:৩৭
অ- অ+

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া বাজারের একটি দোকান থেকে ৯ হাজার ৬৬০ মিটার অবৈধ জাল জব্দ করেছে যৌথবাহিনী। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দোকানের মালিক মো. নয়ন প্যাদাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার বিকাল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান এ জরিমানা করেন।

প্রশাসনের দেয়া তথ্যমতে, নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আরাফাত আনোয়ারের নেতৃত্বে কোড়ালিয়া বাজারে রুটিন টহল হয়। এ সময় ওই বাজারের কয়েকজন দোকানদারের আচরণ সন্দেহজনক হলে দোকানগুলোতে তল্লাশি চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙ্গাবালী থানা পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ এ অভিযানে কোড়ালিয়া বাজারের ‘আল-আমিন স্টোর’ থেকে ১৩৮ বান্ডেল (যার দৈর্ঘ্য ৯ হাজার ৬৬০ মিটার) অবৈধ জাল জব্দ করা হয়। এসময় দোকান মালিক নয়ন প্যাদাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয়ন প্যাদাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা মোতাবেক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

(ঢাকা টাইমস/১২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্লাব বিশ্বকাপে ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক নিষিদ্ধ
বিদেশ যেতে দেওয়া হল না পার্থর স্ত্রীকে
ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা