জয়পুরহাটে পুলিশি বাধায় মিছিল করতে পারেনি বিএনপি
জয়পুরহাটে পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি জেলা বিএনপির নেতাকর্মীরা। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন।
বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে রবিবার বিকেলে জয়পুরহাট জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় সামনে বের করার চেষ্টা করে। পরে পুলিশ তাদের বাধা দিলে দলীয় কার্যালয় এর সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
শহর বিএনপির আহ্ববায়ক অধ্যক্ষ্য সামসুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আমিনুর ইসলাম বকুল, জেলা যুবদলে সভাপতি সেলিম রেজা ডিউক, যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহানাজ কবির শুভ্র, ছাত্র নেতা নাদির খান টিটু, বাবু সওদাগর প্রমুখ।
(ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন