আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের আবেদন শুরু ৩০ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০১৭, ১৩:০৮| আপডেট : ২৮ মে ২০১৭, ১০:২৬
অ- অ+

পুঁজিবাজারে বে-মেয়াদি আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের চাঁদাগ্রহণ শুরু হবে ৩০ মে। এর আগে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৩ তম নিয়মিত সভায় এই প্রোসপেক্টাস অনুমোদন দেয়া হয়।

সূত্র মতে, মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ কোটি টাকা। এখানে উদ্যোক্তার অংশ ১০ কোটি টাকা। সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪০ কোটি টাকা, যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডটির নিয়মিত বিনিয়োগ পরিকল্পনার আওতায় বিনিয়োগকারীদের মধ্যে ইউনিট বিক্রি করা যাবে।

ফান্ডের উদ্যোক্তা ও ব্যবস্থাপক হিসেবে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হলো ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ। বিক্রয় প্রতিনিধির দায়িত্ব পালন করবে আইডিএলসি ফাইন্যান্স, আইডিএলসি সিকিউরিটিজ এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস।

ঢাকাটাইমস/২২মে/ওয়াইএ/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সদরপুরে ইউএনও’কে স্বপদে বহাল রাখার দাবিতে বিএনপি-জামায়াতের মানববন্ধন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের
লন্ডন থেকে দেশে ফিরলেন মির্জা ফখরুল
‘স্নোটেক্স’ গ্রুপের ক্লিনিক্যাল মেডিকেল কেয়ার ইভেন্টের আয়োজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা