ভৈরবে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০১৭, ১৬:১৪
অ- অ+

তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নের জন্য প্রত্যেক জেলায় মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিদপ্তর।

এরই অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন। এসময় খেলোয়াড়দের মাঝে সনদ ও জার্সি তুলে দেন বিশিষ্ট সমাজ সেবক হাজী মো. ফুল মিয়া।

প্রশিক্ষণ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ।

মোহাম্মদ নান্নু মিয়ার তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ শুরু হয় ৩ এপ্রিল। যেখানে অংশ নিয়েছে তিনটি স্কুলের ৩০ জন প্রতিভাবান খেলোয়াড়। এদের মধ্য থেকে সেরা প্রতিবাভান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের রাজিব হোসেন।

(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব পাস
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা