ভৈরবে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন
তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নের জন্য প্রত্যেক জেলায় মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিদপ্তর।
এরই অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন। এসময় খেলোয়াড়দের মাঝে সনদ ও জার্সি তুলে দেন বিশিষ্ট সমাজ সেবক হাজী মো. ফুল মিয়া।
প্রশিক্ষণ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ।
মোহাম্মদ নান্নু মিয়ার তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ শুরু হয় ৩ এপ্রিল। যেখানে অংশ নিয়েছে তিনটি স্কুলের ৩০ জন প্রতিভাবান খেলোয়াড়। এদের মধ্য থেকে সেরা প্রতিবাভান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের রাজিব হোসেন।
(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন