মিষ্টির প্যাকেটে ককটেল, বিস্ফোরণে শিশু আহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০১৭, ১৭:৫৭
অ- অ+
ফাইল ছবি

কুমিল্লায় মিষ্টির প্যাকেট থেকে ককটেল বিস্ফোরণে নয় বছর বয়স জিহাদ নামে একজন শিশু আহত হয়েছে। বুধবার সকালে উপজেলা সদরের চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।

আহত জিহাদ ওই এলাকার বাবুল হোসেন এর ছেলে। সে চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে দেওয়ালের উপর একটি মিষ্টির বাক্স দেখে শিশু জিহাদ মিষ্টির প্যাকেটটি হাতে নিয়ে খুলে। এসময় প্যাকেটের ভেতরে লাল ট্যাপে মোড়ানো চারটি বল আকৃতি দেখে একটি হাতে নিলে ককটেলটি বিস্ফেরণ ঘটে। এতে মারাত্মক আহত হয় শিশু জিহাদ। তাকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জিহাদের হাতে ও পেটে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় বলে জানান চিকিৎসক। এ ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে আরও ৩টি তাজা ককটেল উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৭১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
সাবেক ওসি প্রদীপের স্ত্রীর জামিন স্থগিত
জুলাই আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তদের বেশিরভাগ মানসিক অসুস্থতায় ভুগছেন: গবেষণা
ভারতের দোসর আ. লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়: লিটন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা