১৭১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৪, ২১:৫৩| আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২৩:২১
অ- অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ রানেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।এরপরেই জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার।

ক্যারিবীয়ানদের বিপক্ষে আজ তারা তুলে নেন জোড়া অর্ধশতক। তবে তাদের তাদের বিদায়ের পর আবারও ব্যাটিং ব্যর্থতায় পড়েছে বাংলাদেশ। ইতোমধ্যেইু ১৭১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।

সেন্ট কিটসে আজ বৃহস্পকিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার। তবে নিজেদের জুটিকে আজ তারা বেশিদূর নিয়ে যেতে পারলেন না। প্রথম দুই ম্যাচে ভালো খেললেও আজ তৃতীয় ম্যাচে শূন্য রানে করেই ফিরে যান সাজঘরে।

তামিমের বিদায়ের পর একই ওভারে সাজঘরে ফিরে যান লিটন দাসও। তিনও ফিরে যান শূন্য রান করে। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ৯ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপরেই জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। এই দুই ব্যাটারই তুলে নেন জোড়া অর্ধশতক। মিরাজ ৫৬ বলে ও সৌম্য ৫৮ বলে তুলে নেন অর্ধশতক।

তবে অর্ধধতক তুলে নিয়ে আর বেশি সময় ক্রিজে তাকতে পারেননি সৌম্য সরকার। ৭৩ বলে ৭৩ রান করে গুড়াকেশ মোতির শিকার হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। তার বিদায়ে ভাঙে ১৩৬ রানের জুটি।

সৌম্যের বিদায়ের পর আফিফ হোসেনকে নিয়ে জুটি গড়েন মিরাজ। তবে বেশি সময় তিনিও আর ক্রিজে থাকতে পারেননি। রান আউটের শিকার হয়ে ৭৩ বলে ৭৭ রানকরে পথ ধরেন প্যাভিলিয়নের।

মিরাজের বিদায়ের পরের ওভারে সাজঘরে ফিরে যান আফিফ হোসেনও। ২৯ বলে ১৫ রান করে শেরফান রাদারফোর্ডের বলে ব্রান্ডন কিংয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ১৭১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

গত ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও নাহিদ রানার পরিবর্তে একাদশে ফিরেছেন নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

অন্যদিকে স্বাগতিকদের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। চোটের কারণে নেই জেডন সিলস। একাদশে ফিরেছেন পেসার আলজারি জোসেফ। তাছাড়া অভিষেক হচ্ছে আমির জাঙ্গু ও জেডি ব্লেডসের।

সবশেষ ২০২১ সালে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। প্রথম ম্যাচে ৮ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হেরেছে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ১৬৪ রানের পরাজয়ে হোয়াইটওয়াশের লজ্জার নিয়ে দেশে ফিরেছিল তামিম ইকবালের দল।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রান্ডন কিং, কিসি কার্টি, শাই হোপ (উইকেটকিপার ও অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি, আমির জাঙ্গু ও জেডি ব্লেডস।

(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার্ক সাংবাদিক ফোরাম ইউএইর কমিটি ঘোষণা
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
কলকাতায় সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা