ইন্দুরকানীতে জিপিএ-ফাইভপ্রাপ্তদের সংবর্ধনা
পিরোজপুরের ইন্দুরকানীতে জিপিএ-ফাইভপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনিক হল রুমে মরহুম মোদ্দাচ্ছের আলী শিকদার ও ইন্দুরকানী ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় ইন্দুরকানী প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-ফাইভপ্রাপ্তদের ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়।
ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি (একাংশ) আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী তোফায়েল হোসেন।
অন্যান্যের মধ্যে ছিলেন- ইন্দুরকানী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হুদা, ওসি নাসির উদ্দিন শেখ, অধ্যক্ষ মনিরুজ্জামান বুলবুল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, মাহাবুব আলম ফকির, মাওলানা গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক সাবেরা সুলতানা প্রমুখ।
(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন