ষষ্ঠ বছরে ‘প্রতিদিনের সংবাদ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০১৭, ১৪:৫১| আপডেট : ২৫ মে ২০১৭, ১৭:৫৭
অ- অ+

সফলতার সঙ্গে পাঁচ বছর পেরিয়ে ছয় বছরে পা দিল দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে বর্ণময় হয়ে ওঠে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত প্রতিদিনের সংবাদের নিজস্ব ভবন। বেলা ১১টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন হয়। আড্ডা, আপ্যায়ন চলছে দিনভর।

ষষ্ঠ বছরে পদার্পণের আয়োজন নানা অঙ্গনের বরেণ্যজনদের ভালোবাসায় সিক্ত হয়ে উঠছে সময়ের সাহসী কণ্ঠস্বর প্রতিদিনের সংবাদ। সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ দিনভর শুভেচ্ছা জানাচ্ছেন।

বেলা ১২টায় কেক কাটেন পত্রিকার প্রকাশক, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও মো. তাজুল ইসলাম এমপি ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, প্রতিদিনের সংবাদ এর প্রধান সম্বন্বয়ক এস এম মাহবুবুর রহমান, বার্তা সম্পাদক মাহবুব কবির, প্রধান প্রতিবেদক প্রতীক ইজাজ, মফস্বল সম্পাদক খন্দকার মোজাম্মেল হোসেন, ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রমুখ।

পত্রিকার প্রকাশক তাজুল ইসলাম বলেন, ‘আমাদের উদ্দেশ্য সকল মানুষের কাছে সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে দেশের সুশাসন, ন্যায়বিচার, ন্যায়প্রতিষ্ঠা করা ‘

পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ আনোয়ার হোসেন বলেন, ‘আমরা গণমানুষের কাছে পৌঁছে যেতে চাই। আমরা পাঠকের সুখ-দুঃখের ভাগিদার হতে চাই। আমাদের লক্ষ্যই হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা । আমরা সমাজের সকল শ্রেণির প্রতিনিধিত্ব করতে চাই।

(ঢাকাটাইমস/২৫মে/ এজেড)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা গ্রেপ্তার
আজ মহান বিজয় দিবস
গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা নয়: রাশেদ
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা