রাজনগরে ডাকাতি, গুলিবিদ্ধ ৮
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতদের গুলিতে আটজন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার রাত ২ টার দিকে মুন্সিবাজার ইউনিয়নের মিয়ারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মুসলিম মিয়া, গফুর মিয়া, লেচু মিয়া, আকদছ মিয়া, শামিম মিয়া, শমছু মিয়া, ফারুক মিয়া ও শমামিম আহমদ। তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সবাইকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানায়, মিয়ারকান্দি গ্রামের প্রবাসী মুসলিম মিয়ার বাড়িতে ডাকাতরা ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন ডাকাত বলে চিৎকার করে। এসময় ইসলামপুর জামে মসজিদে কয়েকজন মুসল্লি রমজান উপলক্ষে মসজিদে বৈঠক করছিলেন। চিৎকার শুনে তারাসহ এলাকার লোকজন এগিয়ে আসলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি করে। এতে আটজন গুলিবিদ্ধ হন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক বিষীট জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আহতদের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভতি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন