চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় চাতালশ্রমিক নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলা বাসস্ট্যান্ডের অদূরে বাসের ধাক্কায় নাসিমা খাতুন (৫০) নামে এক চাতালশ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানা যায়, দুপুরে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর-জ-১১-০০২২) যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলে। বাসটি জীবননগর উপজেলার পিয়ারাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা মারে। এসময় ওই স্থানে দাঁড়িয়ে চাতালশ্রমিক নাসিমা খাতুন বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন