মানিকগঞ্জে ‘হাসি সম্মাননা’ পুরস্কার প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০১৭, ১৭:৫৮
অ- অ+

কৃষি স্বাস্থ্যে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জে মাস্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ মো. হামিদুল ইসলামকে হাসি সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন হাসি।

অনুষ্ঠানে হাসি’র নির্বাহী পরিচালক আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু।

এসময় অন্যান্যের মধ্যে জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. মঞ্জুর আলম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জাগো বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বিএম খোরশেদ বক্তব্য দেন।

কৃষিবিদ হামিদুল ইসলাম দীর্ঘদিন ধরে কৃষি স্বাস্থ্য সুরক্ষার জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে মাস্ক, গ্লাভস, এপ্রোন, গগলস বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম করে আসছে। এরই ধারাবাহিকতায় তাকে হাসি সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।

(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাঝরাতে সুন্দরবনে অসুস্থ পর্যটক, ছুটে গেল কোস্ট গার্ডের মেডিকেল টিম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলার প্রত্যাশা লিটনের
আজ থেকে সৌদি প্রবাসীরা পাবেন এমআরপি পাসপোর্ট
ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, চার দিনের সফরসূচিতে যা রয়েছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা