গোপালগঞ্জে বাসচাপায় মুক্তিযোদ্ধা কমান্ডারসহ নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০১৭, ২১:৩৫| আপডেট : ২৮ মে ২০১৭, ১৬:৫২
অ- অ+
ফাইল ছবি

গোপালগঞ্জে বাসচাপায় মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত ও এক যাত্রী আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার মালেঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুক্তিযোদ্ধা মর্তুজা মোল্লা (৬৭)। তিনি সদর উপজেলার নিজড়া ইউনিয়ন কমান্ডার। আরেকজন হলেন ভ্যানচালক আসুদ মীনা (২৩) । তাদের বাড়ি নিজড়া গ্রামে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা জানিয়েছেন, ইঞ্জিনচালিত একটি ভ্যান রিকশায় করে নিহত মর্তুজা মোল্লা ও আহত ব্যক্তি জেলা সদর থেকে তাদের নিজড়া গ্রামের বাড়ি যাচ্ছিল। ঘটনাস্থল মালেঙ্গা পৌঁছালে পলাশ পরিবহনের টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই নিজড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মুর্তজা মোল্লা ও ভ্যানগ চালক আসুদ মীনা নিহত হয়। আহত ব্যক্তিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তদের বেশিরভাগ মানসিক অসুস্থতায় ভুগছেন: গবেষণা
ভারতের দোসর আ. লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়: লিটন
বরগুনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
সৌম্য-মিরাজের জোড়া অর্ধশতক, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা