আহত সাংসদ মনোরঞ্জন শীলকে বঙ্গবন্ধু মেডিকেলে স্থানান্তর
সড়ক দুর্ঘটনায় আহত দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় নেয়া হয়।
এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগীয় প্রধান ডা. তোফায়েল আহম্মেদের নেতৃত্বে সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা নীরিক্ষা করে তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্তের পর দুপুর ১টা ৪৫ মিনিটে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় নেয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধায় বরযাত্রী যাওয়ার পথে দিনাজপুরের-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নিতাইশাহা মোড়ে প্রাইভেটকার ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এই সাংসদ আহত হন। তিনি নাকে, মাথায় ও হাতে আঘাত পান। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
(ঢাকাটাইমস/২৭মে/এসএএস/জেবি)
মন্তব্য করুন