লিলিথের জন্য

হাসান জাবির
  প্রকাশিত : ২৯ মে ২০১৭, ১৫:০৫
অ- অ+

রুপালি আলোয় ঝলমল করছে ভোর

শহরে নাগরিক সৌন্দর্য

প্ল্যাকার্ড, ফেস্টুন আর

কৃত্রিম পত্রপল্লবে সাজিয়ে দেয়া হয়েছে

রাজপথ, মহাসড়কের দুপাশে

বাড়ছে উৎসুক জনতার ভিড়।

নাগরিক ময়লা যেনো না ¯পর্শ করে

তোমার রাঙা পা, সেজন্য

বিমানবন্দরের সব পথে

মুড়ে দেয়া হয়েছে লাল গালিচা।

সীমিত করা হয়েছে সব উৎসব।

তুমি আসবে তাই,

তুরাগ নদীর দুষিত পানি

সরিয়ে নেয়া হয়েছে বঙ্গোপসাগরে।

সিল করে দেয়া হয়েছে যাবতীয় সীমান্ত।

সেনানিবাসের প্রবেশপথ বন্ধ, নীল রশিতে।

তুমি আসবে তাই

মুখরিত হয়েছে প্রকৃতি, চারদিকে উৎসব

কুয়াশার চাদরে ঢেকে গেছে দিগন্ত

আড়স্টতা ভাঙছে ঝিলের সাদা শাপলা

সারি সারি সাদা বক, পেঁচা।

সন্ধ্যায় খুলে দেয়া হবে সেনানিবাসের সব পথ

তোমার সাথে

দারুণ পূর্ণিমা উপভোগ করবে জনতা,

প্রথমেই একদল পথশিশু স্যালুট জানাবে জ্যোৎ¯œাকে

ফ্লাইপাস্ট করবে যুদ্ধবিমানগুলো,

দু'নালা গানশিপ থেকে ঝড়বে অজস্র ফুল,

হলুদ গাদা, রক্তকরবি কৃষ্ণচূড়া। এরপর

তোমার নামে তোপধ্বনি দিতে দিতে

উড়বে সাদা কবুতর, তারপর

একটি নীলখামে

সবাইকে জানিয়ে দেয়া হবে, তুমি...।

নির্ঘুম রাত, এই ভোর

সোনা ঝরা রোদ,

ঠান্ডা হাওয়া

হেমন্তের শিশির

ফুল, ফাগুন, বসন্ত-

বসন্তের বনফুল

প্রেম আর বিরহের লম্বা গল্প

তোমার জন্য।

তোমার জন্য কবিতা

শুদ্ধ স্বরে সাধারণ মেয়ে"

শব্দগুচ্ছ, বিদ্রোহী।

লালটিপ, কিংকিনি

সিঁদুর শাঁখা, লিপস্টিক।

গানের স্বরলিপি,

নিঃসঙ্গ গিটার,

একাকী রাত, দারুণ জ্যোৎ¯œা

দুর্দান্ত ট্রাজিয়ন, চিয়ার্স

তোমার জন্য থ্রি কার্ডস।

গেরিলা বন্দুক জলপাই বুট,

তোমার জন্য নাকফুল,

হিম রাত উষ্ণ চুমু।

গোলাপ, ঝিনুক, শাপলা।

তোমার জন্য দুপুর

বিকেলের ঘাসফুল।

তোমার জন্যই কদম্বফুল,

টিপটিপ বৃষ্টি,

দুর্গম পথ, অলস সময়।

মেঘমালা, আকাশবিহার

সপ্তাকাশের দুঃখ কথা

কফিন সাদা মেঘ,

নীল রাত্রি, সমুদ্র ¯œান।

কাকভেজা সন্ধ্যা।

তোমার জন্য অভিমান

নীরবতা সুনসান।

তোমার জন্য

মাতাল রাত, মধ্যরাতে

তোমার বুকে ঝাপিয়ে পরা।

কিঞ্চিৎ প্রেম

ঈষৎ হাসি, মৃদু কান্না,,

এই দ্রোহ রাত্রির শেষ প্রহর

মুহুর্তগুলো ফুরিয়ে যাওয়ার আগে

অবশিষ্ট অব্যক্ত কথা।

উদভ্রান্ত রাত্রির তীব্র প্রলোভন।

যে নক্ষত্র আলোর উৎস ছড়িয়ে

তুমুল আয়োজনে

ফিরিয়ে আনে সকাল।

উৎসবমুুখর রাত্রির প্রহর শেষে

এই দ্রোহ তোমার।

তোমারই কামনার সুতীব্র চিৎকার।

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ মহান বিজয় দিবস
গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা নয়: রাশেদ
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা