নিভৃতে চলে গেলেন বাংলা একাডেমির সাবেক ডিজি অধ্যাপক হারুন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৬| আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:০৬
অ- অ+

নিভৃতে চলে গেলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে হারুন-উর-রশিদের বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতির দায়িত্ব পালনকালে একাডেমির উন্নয়ন ও বিকাশে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন হারুন-উর-রশিদ।

মহাপরিচালক হিসেবে তার কার্যকালে অভিধান প্রণয়ন ও প্রকাশ, ‘আনন্দ পঠন গ্রন্থমালা’ প্রকাশ, ‘তরুণ লেখক প্রশিক্ষণ কর্মসূচি’ বাস্তবায়ন, একাডেমিতে গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ এবং একাডেমি প্রকাশিত বইয়ের বিপণন, একাডেমি প্রেসের আধুনিকায়নসহ নানা ক্ষেত্রে তিনি অনন্য ভূমিকা রেখেছেন।

অনুবাদ সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ বাংলা একাডেমি পরিচালিত ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার’-এ ভূষিত হন।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা