যশোরে ধর্ষণের পর শিশু হত্যায় এক জনের ফাঁসি
যশোরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় লাভলু নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করেন বিচারক।
আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক অমিত কুমার দে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত লাভলু যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের এন্তাজ আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) ইদ্রিস আলী জানান, ২০১৪ সালের ২৩ মার্চ সন্ধ্যায় আসামি লাভলু ওই শিশুকে মিষ্টি কিনে দেওয়ার কথা বলে আনোয়ার হোসেনের পটল ক্ষেতে নিয়ে যায়। সেখানে লাভলু ও আনোয়ার মিলে ওই শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে।ওই বছর ২৪ মার্চ নিহতের পিতা বাদী হয়ে আনোয়ার ও লাভলুকে আসামি করে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে ওই বছরের ২৩জুলাই আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা।
মামলার স্বাক্ষ্য গ্রহণকালে আসামি আনোয়ার হোসেনের মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
পরবর্তীতে সাক্ষ্যগ্রহণ শেষে আসামি লাভলুর বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসির আদেশ ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।
আসামি লাভলু গ্রেপ্তার আছেন৷
(ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/ ইএস)
মন্তব্য করুন