ইয়াবাবিক্রেতার ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা জখম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দুওসু ইউনিয়নের পশ্চিম সরলিয়া এলাকার ইয়াবাবিক্রেতা রাজাকে আটক করতে গিয়ে তার ছুরিকাঘাতে পুলিশের পরিদর্শক গোলাম মূতুর্জা গুরুতর জখম হয়েছেন।
এ সময় এসআই মূতুর্জা জীবনবাজি রেখে ১শ পিস ইয়াবাসহ রাজাকে আটক করে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদে গোলাম মূতুর্জার নেতৃত্বে পুলিশ ইয়াবাবিক্রেতা রাজাকে ধরতে গেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বালিয়াডাঙ্গী উপজেলায় দুওসু ইউনিয়নের পশ্চিম সরলিয়া এলাকায় গোপন সংবাদে এসআই মূতুর্জার নেতৃত্বে পুলিশ ইয়াবাবিক্রেতা রাজাকে ধরতে গেলে পুলিশের উপর হামলা চালায় রাজা। রাজা ধারালো ছুরি দিয়ে এসআই গোলাম মূতুর্জার গালে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আহত অবস্থায় এসআই গোলাম মূতুর্জা জীবনবাজি রেখে রাজাকে আটক করে। পরে রাজার কাছ থেকে পুলিশ ১শ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় পুলিশ রক্তাক্ত অবস্থায় এসআই মুতূর্জাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তাৎক্ষণিকভাবে এসআই মূতুর্জার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান এসআই মূতুর্জার আহতের কথা স্বীকার করে বলেন, ইয়াবাবিক্রেতা রাজার ধারালো ছুরির আঘাতে মূতুর্জার গালে প্রায় গুরুত্বর জখম হয়েছে। তবুও জীবনবাজি রেখে মুতূর্জা ওই মাদক বিক্রেতাকে আটক করেছে। ইয়াবাবিক্রেতা রাজার বাবা কিছুদিন আগে একই অপরাধে জেলহাজতে রয়েছেন। রাজার পরিবারের সকলেই মাদক বিক্রির সাথে জড়িত।
(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন