মির্জাপুরে চার হোটেলকে জরিমানা
টাঙ্গাইলের মির্জাপুরে রমজানে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করার লক্ষে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার হোটেলে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে মির্জাপুর বাজারের কয়েকটি হোটেলে এই অভিযান চালানো হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসরাত সাদমীন এই অভিযান পরিচালনা করেন।
এর আগে সপ্তাহে উপজেলার পাকুল্যা বাজারের মিষ্টির দোকান, সোহাগপুর বাজারে ওষুধের দোকান এবং ধানের চাতালে অভিযান চালায় পরিচালনা করেন তিনি। এরই ধারাবাহিকতায় বুধবার সদরের মেইন রোডের চারটি হোটেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
অপরিচ্ছন্ন ও অব্যবস্থাপনার অভিযোগে ভোক্তা অধিকার আইনে প্রত্যেক হোটেলে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং দোকানিদের সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন ঢাকাটাইমসকে বলেন, ভোক্তা অধিকার এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করার লক্ষে এই অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন