সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০১৭, ২২:৫০
অ- অ+

সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতবিার ভোরে উপজেলার দয়োড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম তাহমিনা। তিনি কলারোয়া উপজেলার দয়োড়া গ্রামের ঈমান আলি সরদারের কন্যা ও যশোর জলোর ঝিকরগাছা থানার রাজবাড়ি গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী ছিলেন।

দয়োড়া ইউপি মেম্বার তোজাম্মেল হোসেন জানান, দুই বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী তাকে যৌতুকের জন্য নির‌্যাতন করত। মেয়েরে সুখের কথা ভেবে তার বাবা তাকে তিন দফায় ১ লাখ টাকা যৌতুকও দেন। এরই জরে ধরে বুধবার বিকালে মনিরুল শশুর বাড়িতে এসে বলে সে তার স্ত্রীকে আর নির‌্যাতন করব না এবং তাকে বাড়িতে নিয়ে যাব। এক পর‌্যায়ে সে সেখানে রাত্রিযাপন করে। এর পর ভোরে সে তার স্ত্রীকে ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ শ্বাসরোধ করে হত্যার ঘটনাটি প্রাথমিকভাবে নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মনিরুলকেও আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজিবিতেও আয়নাঘরের দাবি অপপ্রচার: সদরদপ্তর
সেন্টমার্টিনে যাতায়াতে বিধিনিষেধের সিদ্ধান্ত প্রশ্নে হাইকোর্টের রুল
টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশকে ক্যারিবীয় অধিনায়কের হুঁশিয়ারি
চুয়াডাঙ্গায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা, কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা