ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০১৭, ১৭:৫১
অ- অ+
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। পেশায় নরসুন্দর ওই যুবকের নাম রফিকুল ইসলাম। তিনি শ্রীপুরের বরমী ভিটিপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

নিহতের ছোট ভাই আশরাফুল ইসলাম জানান, দলিলে চুক্তি করে প্রতিবেশী সুরুজ মিয়ার কাছ থেকে ৩৫ হাজার টাকা ঋণ নিয়েছিল রফিকুল। সংসারে অভাব মেটাতে সুরুজ মিয়া ছাড়াও এলাকার আরও বেশ কয়েকজনের কাছ থেকে ঋণ নেন রফিকুল। ঋণের টাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় একটি সেলুন প্রতিষ্ঠা করেন। পাওনাদারদের টাকা পরিশোধ নিয়ে মাঝে মাঝে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হতো।

তিনি আরও জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে রফিকুল। সেহরির সময় জানতে পেরে প্রতিবেশীরা শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে। মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/৪জুন/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা